জনসাধারণের হয়রানিমুক্ত সেবা অব্যাহত রাখা হবে: ডিএসসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:২২
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: ডিএসসিসি

ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় জনসাধারণের হয়রানিমুক্ত সেবা অব্যাহত রাখা হবে।

আজ ডিএসসিসি পরিচালনা কমিটির পঞ্চম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ (পঁচিশ) জন সদস্য অংশগ্রহণ করেন।

সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত সভার শুরুতে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ কর্পোরেশনের সভার কার্য বিবরণী বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী বাবদ জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও দেড় হাজার টাকা করে প্রদানের সিদ্ধান্ত হয়।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা মুসলিম সম্প্রদায়ের জন্য প্রতি ঈদে ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকায় এবং অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে ৪ হাজারের পরিবর্তে ৬ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘নিয়মিত পরিচালনা কমিটির সভায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে নাগরিক সেবা কার্যক্রমে গতিশীলতা এসেছে’।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০