আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না: সারজিস

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৮:০৬
সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: বাসস

পঞ্চগড়, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলের নাম কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না।

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে নতুন কিছু আসছে। দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দেবে না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের মিল আছে কিনা- এই জিনিসগুলো দেখে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেবে।’

আজ সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ, একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড  পাওয়ার জন্য বা যেকোনো কাজের তার কাছে যান না কেন, কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে।

নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেয়া যাবে না।

তিনি বলেন, একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন, তাহলে বাকী পাঁচ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ আর কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে দেয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের অনেকের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো, অনেকের নাতির মতো। আমরা কোন ভুল করলে আপনারা আমাদের শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোন দলের, কোন মার্কার অন্ধ ভক্ত হবো না।’

পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০