নিরাপত্তা উদ্বেগ নিরসনে বিমসটেক-ইউএনওডিসির মধ্যে সমঝোতা স্মারক সই

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২২:২৬
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে ব্যাংককে বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এবং ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক প্রতিনিধি অনুভা সুদ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) যৌথভাবে এই অঞ্চল এবং এর বাইরে অপ্রচলিত নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গত ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে আজ ঢাকায় বিমসটেক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে এবং ইউএনওডিসি’র দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক প্রতিনিধি অনুভা সুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিমসটেক নেতারা এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়ে আন্তঃআঞ্চলিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করেন।

এই সমঝোতা স্মারক বঙ্গোপসাগর অঞ্চলে আন্তঃদেশীয় অপরাধ, অবৈধ মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধ ও মোকাবেলায় সহযোগিতা সহজতর করতে একটি কাঠামো প্রদান করে অভিন্ন স্বার্থের ক্ষেত্রে ইউএনওডিসি এবং বিমসটেকের মধ্যে ভবিষ্যতের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করেছে।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নিয়ে বিমসটেক গঠিত।

কৃষি ও খাদ্য নিরাপত্তা, যোগাযোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জনগণের মধ্যে যোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগ ও উন্নয়ন- এই সাতটি বিস্তৃত খাতে আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করে।

ব্লু ইকোনমি, মাউন্টেন ইকোনমি, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নসহ আটটি উপখাত নিয়ে এই সহযোগিতা ক্ষেত্র। 

ইউএনওডিসি জাতিসংঘের একটি সংস্থা যা মাদক, সংগঠিত অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্ব পালন করে।

এটি সরকারকে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন, বিশ্বব্যাপী উন্নয়ন পর্যবেক্ষণ এবং কার্যকর আইন, নীতি এবং হস্তক্ষেপ কর্মপন্থা নির্ধারণে সহায়তা করে।

ইউএনওডিসি প্রায় ১৫০ টি দেশে উপস্থিত রয়েছে, যেখানে এটি বিচার, স্বাস্থ্য, আইন প্রয়োগকারী এবং অন্যান্য ক্ষেত্রে অনুশীলনকারীদের প্রশিক্ষণ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে নেত্রকোনায় কবি-লেখকদের প্রতিবাদ 
সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম গ্রেফতার
বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
সিলেটে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পাঁচ জেলায় পরিবেশ দূষণরোধে মোবাইল কোর্ট, ৪৪ লাখ টাকা জরিমানা
ভবিষ্যত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
বঙ্গোপসাগর থেকে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
রাশিয়ায় পাঁচ বাংলাদেশি পেশাজীবী পুরস্কৃত
লক্ষ্মীপুরে পাচারকালে ৬টি গুইসাপসহ তিনজন আটক
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলে ক্ষতিগ্রস্তদের সরাসরি অর্থায়নের দাবি ইয়ুথনেটের
১০