আটকাদেশ আইনে মেঘনা আলম এক মাসের জন্য কারাগারে

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:১৫ আপডেট: : ১১ এপ্রিল ২০২৫, ২১:৫৩
মেঘনা আলম। ছবি: ফেসবুক

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : আটকাদেশ আইনে এক মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে ‘মিস আর্থ’ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে।

আটকাদেশ আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি রাখতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট মূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জিয়াউল হক মীর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মেঘনা আলমকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিউটি অফিসার লিখিত আবেদনসহ আটকাদেশ প্রাপ্ত মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। এর  প্রেক্ষিতে সংবিধানের বাধ্যবাধকতা থাকায় মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট  স্বাক্ষর করে জেলহাজতে প্রেরণ করেন।

জিয়াউল হক মীর আদেশে উল্লেখ করেন, সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রাপ্ত প্রতিবেদন ও সংযুক্ত কাগজপত্র পর্যালোচনান্তে এ মর্মে সন্তুষ্ট হওয়া গেল যে, মেঘনা আলম ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কার্য হতে নিবৃত্ত করার জন্য অন্তরীণ রাখা প্রয়োজন। আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ হতে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০