তরুণীকে মারধর ঘটনায় আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজধানীর রামপুরা থানার এসআই শফিকুল ইসলাম খান একটি মামলা করেন। মামলায় আসামিদের নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারার অভিযোগ আনা হয়। মামলায় আল আমিন ও শুভ সূত্রধরকে এজহারনামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। পরে এ ঘটনায় সোমবার তাদের গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলছে
মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন: প্রেস উইং
ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প
গৃহকর্মী লিজা হত্যা: সাবেক এমপি নবী নেওয়াজ রিমান্ডে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
স্বাস্থ্য সুরক্ষায় দরকার আয়োডিন যুক্ত লবনের ব্যবহার
যুক্তরাষ্ট্রে বাড়ছে অটিজম শনাক্তের হার: উন্নত শনাক্তকরণ পদ্ধতিকে কারণ হিসেবে দেখছে গবেষণা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক 
দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শুল্ক নিয়ে আলোচনা করতে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন দ. কোরিয়ীয় অর্থমন্ত্রী
১০