তরুণীকে মারধর ঘটনায় আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:০৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় করা মামলায় কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজধানীর রামপুরা থানার এসআই শফিকুল ইসলাম খান একটি মামলা করেন। মামলায় আসামিদের নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারার অভিযোগ আনা হয়। মামলায় আল আমিন ও শুভ সূত্রধরকে এজহারনামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। পরে এ ঘটনায় সোমবার তাদের গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদযাপন
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ
পটুয়াখালীতে কারেন্ট জালে ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড
১০