ওয়াসার পানি যাবে সিডিএ কর্ণফুলী বামতীর প্রকল্পে

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৫
মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস): অবশেষে দীর্ঘ ৩৩ বছরের বিড়ম্বনার অবসান হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী বামতীর হাউজিং প্রকল্পের। প্লট মালিক সমিতির খরচে ওয়াসার ‘ভান্ডালজুড়ি’ প্রকল্পের পানি সংযোগ স্থাপনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সিডিএ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় এই ব্যাপারে সিডিএ ও প্লট মালিক সমিতির মালিকদের খরচে ওয়াসার ‘ভান্ডালজুড়ি’ প্রকল্পের পানি সংযোগ স্থাপনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান স্বাগত বক্তব্য রাখেন। 

সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, ‘৩৩ বছরের পুরোনো প্রকল্পটি ওয়াসার সুপেয় পানির অভাবে পরিত্যক্ত হয়ে আছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে, বিপুল সংখ্যক নাগরিকের আবাসন সংকট নিরসন হবে এবং সিডিএ ও ওয়াসা বিপুল পরিমাণ রাজস্ব পাবে। কিন্তু প্রকল্পটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওয়াসার ‘ভান্ডালজুড়ি’ প্রকল্পের পানি সরবরাহের জন্য ওয়াসার ডিমান্ড নোটের ৭,৪৮,৭০,৯৩৯.৪০ (সাত কোটি আটচল্লিশ লক্ষ সত্তর হাজার নয়শত উনচল্লিশ দশমিক চার শূন্য) টাকা সিডিএ’র পক্ষে ওয়াসার ফান্ডে জমা দেওয়ার সুযোগ নেই।’

এ ব্যাপারে তিনি প্লট মালিক সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় প্লট মালিক সমিতির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি এড. জিয়া হাবীব আহসান উক্ত অর্থ প্লট মালিকদের বৃহত্তর কল্যাণে অংশ অনুপাতে কাঠা প্রতি প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ৬ (ছয়) মাসের মধ্যে জমা প্রদানের প্রস্তাব করলে, সমিতির সভাপতি অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপদেষ্টা প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, সহ-সভাপতি গোলাম ওয়ারেছ, সম্পাদক ইয়াসিন চেয়ারম্যান প্রমুখ সমিতির নেতারা ও উপস্থিত প্লট মালিকরা তাতে সমর্থন জানান। 

এ ব্যাপারে সিডিএ ও মালিক সমিতির মধ্যে সমঝোতা স্মারক সম্পাদনে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, সিডিএ উক্ত অর্থ দ্রুত সংযোগ প্রদানের জন্য চট্টগ্রাম ওয়াসাকে জমা প্রদান করবে। ইতোমধ্যে ওয়াসার এমডি আনোয়ার পাশাও ডিমান্ড নোটের টাকা প্রাপ্তি সাপেক্ষে দ্রুত পানি সংযোগ প্রদানে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন। 

সমিতির নেতারা, এ ব্যাপারে আন্তরিক উদ্যোগ গ্রহণের জন্য ৫১৯টি প্লট মালিক ও তাদের পরিবারের পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যান ও ওয়াসার এমডিকে আন্তরিক ধন্যবাদ জানান। 

সভার অপর এক সিদ্ধান্তে উক্ত আবাসিক প্রকল্পের অভ্যন্তরে অবৈধ কোরবানির পশুর হাট বসানোর ফলে প্রকল্পের রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোর ক্ষতি সাধন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সিডিএ ও প্লট মালিক সমিতি এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াছ স্বাগত, সিডিএ মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রকৌশলী মো. মনজুর হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০