এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ২৮ হাজার ৯৪৩ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২১:১০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শক। মোট অনুপস্থিতির হার ১ দশমিক ৬৫ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৫৮ জন অংশ নেওয়ার কথা থাকলেও ৩ লাখ ৪৪ হাজার ৬২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের নয়টি কেন্দ্রের তথ্য এখানে দেওয়া হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ১৬২ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৩৭১ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৪৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ৪৭১ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪৬২ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার নয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ১৯৯ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৪৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৩ হাজার ২১১ জনের মধ্যে ৮২ হাজার ২৭৭ পরীক্ষার্থী অংশ নেয়। ৯৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮১ হাজার ২৭৩ জনের মধ্যে ৮০ হাজার ২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার ৫৮২ জনের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ২১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৩৬৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯৬ হাজার ৩৬৬ জনের মধ্যে ৯৫ হাজার ৩৩৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। মোট ১০ হাজার ৪৯০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৪ দশমিক ৬ শতাংশ। এ বোর্ডে ১৬ শিক্ষার্থী ও তিনজন পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। মোট অনুপস্থিত ২ হাজার ৮২৫ পরীক্ষার্থী। এ বোর্ডে ৩৬ শিক্ষার্থী ও ১৫ পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০