এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ২৮ হাজার ৯৪৩ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২১:১০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষায় সব বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শক। মোট অনুপস্থিতির হার ১ দশমিক ৬৫ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪৩৮টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৫৮ জন অংশ নেওয়ার কথা থাকলেও ৩ লাখ ৪৪ হাজার ৬২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৩ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের নয়টি কেন্দ্রের তথ্য এখানে দেওয়া হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ১৬২ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৭৩ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৩৭১ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৪৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৫ হাজার ৪৭১ জনের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪৬২ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২ হাজার নয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৯ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ১৯৯ জনের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৪৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৩ হাজার ২১১ জনের মধ্যে ৮২ হাজার ২৭৭ পরীক্ষার্থী অংশ নেয়। ৯৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

বরিশাল শিক্ষা বোর্ডের ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮১ হাজার ২৭৩ জনের মধ্যে ৮০ হাজার ২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৬০ হাজার ৫৮২ জনের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ২১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৩৬৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে ৯৬ হাজার ৩৬৬ জনের মধ্যে ৯৫ হাজার ৩৩৯ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭২৫টি পরীক্ষা কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। মোট ১০ হাজার ৪৯০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৪ দশমিক ৬ শতাংশ। এ বোর্ডে ১৬ শিক্ষার্থী ও তিনজন পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৯৯টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। মোট অনুপস্থিত ২ হাজার ৮২৫ পরীক্ষার্থী। এ বোর্ডে ৩৬ শিক্ষার্থী ও ১৫ পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকা পাল্টাতে গিয়ে ট্রাক উল্টে হেল্পার নিহত, চালক হাসপাতালে
হাইতির ১০ লাখ শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের মুখোমুখি : জাতিসংঘ
গাজায় ইসরাইলি হামলায় ১০ জন নিহত
শহীদ তাহির ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার এক কণ্ঠস্বর
একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
১০