নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২৩:২৫

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ (বাসস) : আউটসোর্সিং কর্মীদের সেবার মান বাড়াতে সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নববর্ষের উপহার হিসেবে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার পক্ষ হতে এ সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। আজ অর্থমন্ত্রণালয়ের এক প্রেসনোটে একথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার প্রেস নোটে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫ জারি করে বলা হয় এই নীতিমালায় সরকার সেবাকর্মীদের কাজে উৎসাহিত করার লক্ষ্যে কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ৫টি ক্যাটাগরির সেবা ও ৩টি ক্যাটাগরির বিশষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। 

এ ছাড়া এক মাসের সমপরিমান সেবামূল্যের অর্ধেক হারে দুটি বোনাস এবং ২০ শতাংশ হারে বৈশাখী প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি  সেবা কর্মীদের ১৫ দিনের ছুটি এবং মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদাণ, একই সাথে প্রতিটি সেবাকর্মীকে প্রতি বছর দুটি নতুন ইউনিফর্ম , নারী সেবাকর্মীরা ৪৫ দিনে মার্তৃকালীন ছুটি পাবেন।

এর বাইরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধিনে পরিচালত সর্বজনীনি পেনশন স্কীমের সুবিধার অন্তর্ভূক্ত করার মাধ্যমে  পেনশন সুবিধা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এছাড়া তাদের মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদেকে নিজের নামে খোলা ব্যাংক হিসাব কিংবা মোবাইল ফিনান্স্যিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
১০