প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২৩:২৮
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ঘোষিত সংস্কার রোডম্যাপে সংহতি জানিয়ে বিভিন্ন সেমিনারে ইউএনডিপি’র প্রতিনিধি, যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ ও সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পৃথিবীর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।’

বিশেষ করে, গত ১৩ এপ্রিল বাংলাদেশস্থ ইউরোপিয়ান ইউনিয়ন অফিস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ইউরোপিয়ান ইউনিয়নকে যুক্ত করার জন্য প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিশেষ করে, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় তাদের অভিজ্ঞতা বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া ইউএনডিপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপের প্রশংসা করে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেন এবং উন্নয়ন সহযোগী হিসেবে সংস্কার রোডম্যাপের বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আন্তরিক আগ্রহ ও অব্যাহত সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। যাতে বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তব রূপ লাভ করতে পারে। প্রধান বিচারপতি বিশ্বাস করেন, সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে মানুষের কাছে আরও সহজলভ্য, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে।

গত বছরের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের বিচারকদের উপস্থিতিতে এ রোডম্যাপ ঘোষণা করা হয়। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের : মার্কিন গণমাধ্যম
পহেলা মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’
মালদ্বীপে ইসরাইলি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপে সহায়তার আশ্বাস আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন দেশের
অনলাইন জুয়া খেলা বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং কর্মীদের সুযোগ বাড়ানো হলো
ঢাবিতে ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট শুরু
প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা শারমীন এস মুরশিদের
কাল ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
ইউক্রেন শান্তি আলোচনা ‘সহজ নয়’: ন্যাটো প্রধান রুটে
১০