গৃহকর্মী লিজা হত্যা: সাবেক এমপি নবী নেওয়াজ রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬ আপডেট: : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫
সাবেক এমপি নবী নেওয়াজ। ফাইল ছবি

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস):  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

ছাত্র-জনতার আন্দোলনকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামরুজ্জামান স্বপন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।পরের দিন শনিবার ১৩ এপ্রিল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এদিন মামলার মূলনথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ১৬ এপ্রিল  রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। 

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।এরপর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনকালে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তার গুলিতে আহত হন। গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।মামলায় নবী নেওয়াজ ১৭০ নং এজহারনামীয় আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের শুল্ক সমাধানে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা
দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি
পুরান ঢাকার লালকুঠি : আবারো ফিরে পাচ্ছে প্রাচীন জৌলুস
হবিগঞ্জ বজ্রপাতে ২ শ্রমিক নিহত
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা
দেশীয় প্রজাতির মাছ রক্ষা করে চাষকৃত মাছের উৎপাদন বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় ৩ দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৮ মামলা
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন : আসিফ নজরুল
যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০