ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): দুষ্কৃতকারীরা মানিকগঞ্জ থানার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বসতবাড়িতে আগুন দিয়েছে।
গত রাত সাড়ে তিনটায় আধাপাকা টিনশেড চৌচালা ঘরের স্টোর রুমে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘরের খাটিয়া, সিলিংফ্যান, স্ট্যান্ডফ্যান, জেনারেটর, মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় মালামালসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।
এঘটনায় মানিকগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মানিকগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা বিভাগের একাধিক পুলিশ টিম সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি মানিকগঞ্জ থানা এবং ওসি ডিবি পর্ব-পশ্চিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপার মানবেন্দ্র ঘোষের পরিবারের সদস্যসহ ঘটনাস্থলের আশপাশের লোকজনের সাথে কথা বলেন।