মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৮
প্রতীকী ছবি

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের রমনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. ইয়াসিন আহম্মেদ সান (২৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে   রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাতে মগবাজার ফ্লাইওভার এর ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী কর্তৃক ল্যাম্প পোস্টের তার কেটে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

থানা সূত্রে আরো জানা যায়, ঘটনাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার চুরির সাথে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর

সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন পেশাদার চোর। সে মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক তার চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাওঁ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০