পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার: জয়নুল আবদীন ফারুক

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪১
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ফাইল ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের দাবি-দাওয়া আমলে নিয়ে পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার।’ 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। পরবর্তীতে দেশের জনগণের আরো অনেক নতুন দাবি-দাওয়া আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’ আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদীন ফারুক এসব কথা বলেন।

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না। এই তিন থেকে পাঁচ বছর নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে না। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।’

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপুসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০