হাইতির ১০ লাখ শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের মুখোমুখি : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:০০ আপডেট: : ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৫

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : দীর্ঘস্থায়ী সহিংসতা, বাস্তুচ্যুতি এবং মানবিক সাহায্যের সীমিত প্রবেশাধিকারের ফলে হাইতিতে ১০ লাখেরও বেশি শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এ কথা জানিয়েছে।

জাতিসংঘ থেকে এএফপি এ খবর জানায়।

হাইতিতে ইউনিসেফের প্রতিনিধি গীতা নারায়ণ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির দিকে নজর দিচ্ছি যেখানে চলমান সহিংসতা, চরম দারিদ্র্য এবং ক্রমাগত অর্থনৈতিক সংকটের ফলে বাবা-মায়েরা তাদের সন্তানদের আর যত্ন এবং পুষ্টি দিতে পারবেন না’।

সংস্থাটি জানিয়েছে, হাইতির বেশিরভাগ এলাকা জুড়ে সশস্ত্র সহিংসতার ফলে পরিবারগুলোর পুষ্টি সংকট তৈরি করছে।

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে, ‘ইউনিসেফ এবং এর অংশীদাররা ৪ হাজার ৬শ’ জনেরও বেশি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা করেছে’। যা ‘এই বছর জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন বলে অনুমান করা ১ লাখ ২৯ হাজার শিশুর মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।’

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ব্যবহৃত সর্বশেষ সমন্বিত খাদ্য নিরাপত্তা শ্রেণি বিভাগ (আইপিসি) অনুসারে, প্রায় ২৯ লাখ শিশু ‘সারা দেশে উচ্চ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে’। যা হাইতিতে প্রতি চারজনের মধ্যে একজন।

ইউনিসেফ জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা জীবন রক্ষাকারী চিকিৎসাসহ স্বাস্থ্য সেবা থেকে শিশুদের বঞ্চিত করছে। যার ফলে ‘শিশুরা বিভিন্ন ধরণের অপুষ্টি এবং প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকিতে পড়ছে’।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে, অর্ধেকেরও কম স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পূর্ণরূপে চালু আছে। তিনটি প্রধান সরকারি হাসপাতালের মধ্যে দুটি  সেবা প্রদানের বাইরে রয়েছে।

ইউনিসেফ উল্লেখ করেছে, ‘প্রয়োজন যত তীব্র হচ্ছে, তহবিলের ঘাটতির কারণে সেবা প্রদান ক্রমশ সীমিত হচ্ছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
১০