দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। 

গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) ভোর ৪টা ২৪ মিনিটে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। 

তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। 

পরে তারা জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। 

অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল: ইরানের রাষ্ট্রীয় টিভি
এফওসি-র পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক পর্যায়ের অগ্রগতির আশা বিশ্লেষকদের
সুদানের শিবিরে হামলার শিকার ব্যক্তিরা 'বিপর্যয়কর পরিস্থিতিতে': এমএসএফ
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
আমেরিকার ওয়ান্টেড সাবেক মাদক তদন্তকারীকে ভেনেজুয়েলায় গ্রেপ্তার 
পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ
সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
১০