সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৭
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ। ফাইল ছবি

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হক সুমন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ডিবির একটি টিম। তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে এডভোকেট আনিসুর রহমানকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ এপ্রিল পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামে ১ নং গেইটে বিপরীত পাশে শহীদ আবরার হোসেন এভিনিউয়ের পূর্ব পাশে পাকা রাস্তার উপর সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়ে পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সরকার বিরোধী শ্লোগান দিয়ে সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৪
নদীর চিহ্ন নেই! খরস্রোতা ধরলা-বারোমাসিয়ার বুকে সবুজ ফসলের সমারোহ
দামেস্কে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ
আগামী সপ্তাহে চীন সফরে যাবেন ইরানের শীর্ষ কূটনীতিক
সফলভাবে ৬টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
তিউনিসিয়ার বিরোধীদলীয় নেতাদের কারাদণ্ড
ফিলিপাইনে গুড ফ্রাইডেতে রক্তাক্ত নাট্যাঞ্জলি : ৩৬তম ও শেষবার ক্রুশবিদ্ধ হলেন রুবেন এনাজে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ : ডিএমপি
১০