ঝটিকা মিছিল বিরোধী অভিযানে গ্রেফতার ১১

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:০৮

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন  সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরো ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), আট নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), আট নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা শাখা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শাখা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও  মিরপুর থানা শাখা  স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে ও ২৪ এপ্রিল রাতে শান্তিনগর এলাকা হতে মো. আজাদ হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক দুটি টিম।

ডিবি সূত্রে আরো জানা যায়, গত রাতে উত্তরা-১৪ নম্বর সেক্টর হতে মো. বাবুলকে ও রাত দুইটায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক দুটি টিম।

অন্যদিকে গত রাতে শেওড়াপাড়া এলাকা হতে মো. রেজাউল করিমকে (রানা) গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

গত রাতে ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। 

আজ বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে ও মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক দুটি টিম।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টায় মো. রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ ও রাতে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
১০