চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৮:৩৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ওমান। এই প্রথমবারের মত এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ওমান দলে চারজন নতুন মুখকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ ও নাদিম খানকে নিয়ে সাজানো ২৭ সদস্যের দলটিকে নেতৃত্ব দিবে অভিজ্ঞ ওপেনার জতিন্দর সিং।  

ওমানের হেড কোচ দুলিপ মেন্ডিস বলেছেন, ‘বাস্তবতা এটাই যে আমরা এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছি। এটি একটি বড় টুর্নামেন্ট। আঞ্চলিক পর্যায়ে আমাদের খেলোয়াড়দের যোগ্যতা প্রমানের এটি একটি চমৎকার সুযোগ। ভারত ও পাকিস্তানের মত দলের বিপক্ষে খেলা যেকোন খেলোয়াড়ের জন্য স্মরণীয় মুহূর্ত। দ্রুত গতির টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে, যেখানে এক ওভারের অসাধারণ দক্ষতা সবকিছু বদলে দিতে পারে।’

‘আমাদের প্রস্তুতি বেশ জোড়ালো হয়েছে। চলমান জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে খেলোয়াড়রা ভাল অভিজ্ঞতা অর্জন করেছে এবং আমাদের প্রশিক্ষণ সেশনগুলি দুর্দান্ত হয়েছে। এটি কেবল দক্ষতার বিষয় নয়, অভিজাত দলগুলির বিরুদ্ধে উচ্চ চাপের খেলায় মানসিক শক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই এশিয়া কাপে প্রভাব ফেলতে এবং ওমানকে একটি ক্রমবর্ধমান ক্রিকেটীয় জাতি হিসেবে তুলে ধরতে আশাবাদী।’

‘ওমান এশিয়া কাপে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ নিয়ে প্রবেশ করছে। এশিয়ার ক্রিকেটীয় শক্তিগুলির বিরুদ্ধে একটি প্রমান রেখে যাওয়ার জন্য ওমান দৃঢ়প্রতিজ্ঞ। এই টুর্নামেন্টটি কেবল তাদের দক্ষতাই নয়, বরং তাদের মানসিক দৃঢ়তারও পরীক্ষা করবে।’

এশিয়া কাপে গ্রুপ-এ’তে ওমানের প্রতিপক্ষ পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ভারত। আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তান, ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত ও ১৯ সেপ্টেম্বর ভারতের মোকাবেলা করবে ওমান। 

গত বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অংশ নেয়া ওমান এনিয়ে দ্বিতীয়বারের মত বড় কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। 

এশিয়া কাপের জন্য ওমান স্কোয়াড :

জতিন্দর সিং (অধিনায়ক), হামাদা মির্জা, ভিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিশ ওডেডারা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশটে, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীভাস্তব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
১০