যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:০১
ছবি : বাসস

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা আজ যশোরে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৫টি এবং নারী বিভাগে ৭টি দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনের উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক যশোর। পুরুষ বিভাগের প্রথম ম্যাচে তারা মেহেরপুর জেলাকে বিশাল ব্যবধানে ৭১-১৯ পয়েন্টে হারিয়েছে। অন্যদিকে নারী বিভাগে সাতক্ষীরা দল কুষ্টিয়াকে ৩৪-২০ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করেছে।

যশোর জিমন্যেশিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল। কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং যশোর কাবাডি পরিষদের সাবেক সভাপতি আবুল বাশারও এসময় উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ পুরো দেশকে আটটি জোনে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে। রুপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলোকে নিয়ে আন্ত:জেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০