সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:০৯
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহরিয়ার আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া বিফ্রিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের জানায়, তিনি সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে মোট ২৭ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৫৮৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগ দখলে রেখেছেন।

এছাড়া, তার নামে ৬টি ব্যাংক হিসাবে মোট ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৭৩০ টাকা ৬০ পয়সার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উক্ত অর্থ তিনি জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে।

এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
১০