ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস): সুচিকিৎসার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে জুলাই অভ্যুত্থানে আহত শতাধিক ব্যক্তি এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়। আহতদের অভিযোগ, তারা সুচিকিৎসা পাচ্ছেন না। তাদের সুচিকিৎসার প্রয়োজন।
আহতদের মধ্যে অনেককে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার কথা থাকলেও নানা কারণে নেওয়া হচ্ছে না। তাদের হেলথ কার্ড প্রদান করলেও সেই কার্ড দিয়ে হাসপাতালে গেলে তেমন কোনো চিকিৎসা পাচ্ছে না তারা। এ কারণে তারা এ মানববন্ধন করেছেন।
আহত মো. তানভীর হোসেন বলেন, সুচিকিৎসার নিশ্চিত করতে হবে। আমাদের নামমাত্র চিকিৎসা দেয়, কাজের কোনো চিকিৎসা নেই। ডাক্তার আসেন, কিন্তু আমাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে না। আমাদের নিজের টাকা দিয়েই ওষুধ কিনে চিকিৎসা করানো হচ্ছে।
মানববন্ধনে মাদ্রাসা ছাত্র মো. রাফি হোসাইন বলেন, ১৮ জুলাই শ্যামলী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা গুলির স্প্লিন্টার আমার ডান পায়ে লাগে। পরে ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনে মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা গুলি আমার দু’হাতে লাগে। এরপর থেকে আমি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। স্প্লিন্টারের অসহনীয় যন্ত্রণা নিয়ে আমার দিন কাটছে। চিকিৎসকেরা ব্যথানাশক ট্যাবলেট দিয়ে যাচ্ছেন। তিনি আর কতদিন ব্যথানাশক ওষুধ খাবেন-এই প্রশ্ন রাখেন।
রাফি বলেন, সুচিকিৎসার দাবিতে আগামী শনিবার থেকে তারা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।