ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:০৫
বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া। ছবি: ইউজিসির সৌজন্যে

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া। আজ বৃহস্পতিবার ইউজিসি সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার ইনসেপশন রিপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণের জন্য ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়াকে ধন্যবাদ জানান। তিনি এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় দেশের ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দানের  উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
১০