পঞ্চগড়, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে ‘আগামীর আলোকবর্তিকাবাহীদের সাথে ইসলামী ছাত্রশিবির’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে নিঃসন্দেহে সকলের অবদান রয়েছে। ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শ্রমজীবী, ব্যবসায়ী, প্রবাসী, নারী-পুরুষে ও শিশুসহ সবার অংশগ্রহণের কারণে বাংলাদেশের একটি নবজাগরণের সুযোগ হয়েছে।
তিনি বলেন, কিন্তু দুঃখজনক হলো- অনেকের মাঝেই আমরা বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতই ফ্যাসিবাদী আয়োজন অথবা পুনর্বাসনে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, যে প্রজন্ম তৈরি হয়েছে, যেই প্রজন্মের হাত ধরে বিপ্লবের চেতনা লালন করেছি- এই চেতনাকে খুব সহজেই কেউ ম্লান করে দিতে পারবে না।
জাহিদ বলেন, এই প্রজন্ম অন্যায়কে সহ্য করতে পারেনা। কাজেই যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। যেই নেত্রী তার নেতাকর্মীদেরকে এতবড় একটা বিপদের মুখে ঠেলে দিয়ে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা মাথাচড়া দেয়ার চেষ্টা করছেন তারাও বোকার স্বর্গে বাস করছেন।
যারা আগামী দিনে দেশ গড়বেন- তাদেরকে ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, যারা আগামী দিনে দেশ গড়বেন- তাদেরকে বলবো সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন এবং অন্যায়ের বিপক্ষে অবস্থান নিবেন। যদি নিজের বাবা, সন্তান, ভাই এবং পরিবারের অন্য কেউ অন্যায় করে, সে অন্যায়কেও অন্যায় বলতে হীনম্মন্যতা প্রকাশ করা যাবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাহিদুল ইসলাম বলেন, মোবাইল গেইম, ফেসবুক কিংবা টিকটক আসক্তি সমাজে ব্যাধির মত ছড়িয়ে পড়েছে। আমি আশা করবো শিক্ষার্থী ভাইয়েরা নিজের জন্য যেমন এগুলোকে সেভ করবে, পাশাপাশি কাছের বন্ধুদেরকেও। কারণ, একা একা সমাজে ভালো থাকা যায় না, কাজেই আপনার ভালোটা অন্যের কাছে ছড়িয়ে দিতে হবে। যখন সমাজের সবাই ভালো হবে, তখন একটি সামাজিক ভালো পরিবেশ তৈরি হয়।
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক শিবির নেতা ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু প্রমুখ।