আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২২:৫৪

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘জুলাই মঞ্চ’। 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। 

বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের অধিকার আদায়ের জন্য রক্ত বিসর্জন দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় থেকে উৎখাত করার নয় মাস হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হচ্ছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রথম দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার বিচার নিশ্চিত করা। কিন্তু সরকার আমাদের আহ্বানে কোনো কর্ণপাত করেনি। 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মোসাদ্দেক বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রথম দাবি যখন উত্থাপিত হয়, তখন আমাদের বলা হয় বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আবার যখন বিএনপি এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে, তখন সরকারের কিছু উপদেষ্টা আন্তর্জাতিক চাপ ও আইনি জটিলতার অজুহাত দেখিয়ে তাদের সুর বদলাতে শুরু করেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা দেশে কোনো ধরনের বিদেশি এজেন্ডা বাস্তবায়ন হতে দেবে না।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, এই সরকারের কিছু লোক তাদের ‘ভালো আওয়ামী লীগ’ বলে পুনর্বাসন করতে চায়।

তিনি আরও বলেন, সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগের ব্যানারে বেশ কয়েকটি মিছিল বের করা হয়েছে যা আমাদের গণতন্ত্রের জন্য প্রকাশ্য হুমকি।

তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার চাই। আমাদের রক্তের দাম আর সস্তা হতে দেব না এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা শান্তিতে থাকব না। ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি। 

সমাবেশে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা সাহিনা বেগম বলেন, দেশের স্বার্থে আমার ছেলে জীবন উৎসর্গ করেছে। জুলাই আন্দোলনের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে।

তিনি বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত বিচার পাইনি। আওয়ামী লীগ নেতারা আমার ছেলেকে হত্যা করেছে। আমি এই দেশে ন্যায়বিচার ও আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ দেখতে চাই। তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দ্রুত বিচার এবং শহীদ ও আহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
১০