এডভোকেটশিপ পরীক্ষার প্রশ্ন ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:১২
বাংলাদেশ বার কাউন্সিল। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ তালিকাভুক্তির আজ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এমসিকিউ পরীক্ষার বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ২৪ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আজ ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহ্বাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, মিথ্যা, বানোয়াট, ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে মর্মে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সাথে ঘোষণা করছে। সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলো।'

উল্লেখ্য যে, বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির জন্য এমসিকিউ পরীক্ষা আহ শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪০৬২৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মজুরি পরিশোধ সংক্রান্ত তথ্য অনলাইনে জমা বাধ্যতামূলকের সুপারিশ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
সাতক্ষীরার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত
তৃতীয়বারের মতো ইরানিদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত
সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ
গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে
বেরাইদে ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ পর্যায়ে: ডিএনসিসি প্রশাসক
‘শ্রমিক আবাসন নীতি’ ও প্রতিবন্ধী শ্রমিক সুরক্ষায় সংস্কার কমিশনের সুপারিশ
হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে: দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক প্রধান
১০