সিলেট বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৩

সিলেট, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীকে কাপড়ে পেস্ট করা স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ শুক্রবার সকালে বিমান অবতরণের সন্দেহ হলে ওই যাত্রীকে তল্লাশি করে অন্তর্বাস, গেঞ্জি ও ব্যবহৃত অন্যান্য কাপড়ে স্বর্ণে প্রলেপ পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা।

বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, কাপড় পুড়িয়ে স্বর্ণ আলাদা করা হয়েছে। আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণ ছিল ওই ব্যক্তির শরীরে। ময়লা পরিষ্কার করে প্রকৃত স্বর্ণের পরিমাণ জানতে সিলেট নগরে একটি এক্সপার্ট টিমের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দারা জানান, আলীম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি গোয়াইনঘাটে হলেও তিনি ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। অবতরণের পর তাকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই’র গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তাঁর পরিধেয় কাপড়ে স্বর্ণের বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদেও তিনি বিষয়টি স্বীকার করেন।

আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। ওই ব্যক্তির পরিধেয় একাধিক কাপড়ে মেলে সোনার অস্তিত্ব।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলীমের সঙ্গে একই বিমানে আরেক জন স্বর্ণ চোরাচালানকারী ছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব, বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিন একসঙ্গে কয়েকটি অন্তর্বাস ও গেঞ্জি পরে এসেছিলেন, সেগুলোতে সোনার প্রলেপ দেওয়া ছিল। তার পরিহিত কাপড়গুলো পুড়িয়ে স্বর্ণ আলাদা করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান কাস্টমস কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০