প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০০:১৩ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ০০:১৭

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে চলছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় 'বদলির প্রলোভন' দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একটি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতারক চক্র থেকে  সতর্ক থাকতে  প্রাথমিক শিক্ষকদের  প্রতি আহ্বান জানানো হয়েছে। 

অধিদপ্তরের বার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রমে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের সতর্ক বার্তায়  পিরোজপুর জেলার  কাউখালী  উপজেলায় ২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর  থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। 

তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সাথে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০