ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে চলছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় 'বদলির প্রলোভন' দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একটি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে প্রাথমিক শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অধিদপ্তরের বার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রমে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।
এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের সতর্ক বার্তায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সাথে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই।