ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ৪ লাখ ২১ হাজার ৩৬৪ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বিগত ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে-অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ২১ হাজার ৩৬৪ টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৪১টি মামলা।
প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ২৫৬ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ২২৮৬ মামলা নিষ্পত্তি হয়েছে। দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৪ লাখ ১৩ হাজার ৬৮৭ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ১২ হাজার ১৫১ টি মামলা নিষ্পত্তি হয়েছে। ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৪২১ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৮০৪ টি মামলা নিষ্পত্তি হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধিনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।