ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে : রিজভী

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৮:২১
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছবি : বাসস

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদেও দ্রুত বিচার হতে হবে।’

তিনি বলেছেন, ‘যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন বিচারপতিরা। আদালতের বিচারপতি খায়রুল হক, এনায়েতুর রহিম, আসাদুজ্জামানসহ আরও অসংখ্য নাম রয়েছে। এদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা পূরণ করতে পারবে না। অগণতান্ত্রিক ভাবে মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর সাহস পাবে না।’  

আজ শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন’ এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিচারকদের অতি দ্রুত বিচার হতে হবে। সবচেয়ে দু:খজনক হলো-তারা একজন নির্দোষ নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। যিনি জনগণের পক্ষে নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন,  শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও দেশে মাটি ও জনগণকে ছেড়ে বিদেশে যাননি। অথচ বিচারপতি আসাদুজ্জামান মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। তাকে সাজা দিয়েছেন। সেই বিচারকেরা কেন শাস্তির আওতায় আসবেন না?’

রিজভী বলেন, আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি হিটলারের আদালতের যারা বিচারক ছিলেন, কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লাখ লাখ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি? তাদের যদি বিচার হতে পারে, তাহলে আজকে শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় হওয়া মামলা প্রসঙ্গে রিজভী বলেন, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলা আট মাস চলে যাওয়ার পরও আদালতের সেলফে থাকার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার চাইলেই বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করতে পারত। তবে এখন অতি দ্রুত এ মামলাগুলোর নিস্পত্তি করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। সঞ্চালনায় ছিলেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০