ঐকমত্য না হলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হবে : মজিবুর রহমান মঞ্জু

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২২:২৯
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ ফেনীতে এবি পার্টির নতুন কার্যালয় উদ্বোধন, রাজনৈতিক কর্মশালা, নাগরিক সভায় বক্তব্য দেন। ছবি : বাসস

ফেনী, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি-জামায়াত-এনসিপি-এবি পার্টি-গণতন্ত্র মঞ্চ ও বিভিন্ন ইসলামী দলসহ গণঅভ্যুত্থানের সকল রাজনৈতিক পক্ষের ঐকমত্য হতে হবে। 

তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার, আইন শৃঙ্খলার উন্নতি ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার ও বিএনপি জামায়াত-এনসিপি-এবি পার্টি-গণতন্ত্র মঞ্চ ও বিভিন্ন ইসলামী দলসহ গণঅভ্যুত্থানের সকল রাজনৈতিক পক্ষের ঐকমত্য জরুরি।

আজ শনিবার ফেনীতে এবি পার্টির নতুন কার্যালয় উদ্বোধন, রাজনৈতিক কর্মশালা, নাগরিক সভা ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।

সকালে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় একটি উঠান বৈঠকেও বক্তব্য রাখেন। বিকেলে ফেনী শহরের মিজান রোডে দলের নতুন কার্যালয় উদ্বোধন এবং দলের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মজিবুর রহমান মঞ্জু ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা, প্রেক্ষাপট ও সংস্কারের তরঙ্গে বদলে যেতে উন্মুখ ফেনী’ শীর্ষক এক নাগরিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ফেনী জেলা এবি পার্টির সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, জনগণ ঐক্যবদ্ধ হলে তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। আজ ফেনীসহ দেশের প্রায় সকল জেলার বড় বড় আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গেছেন। পাড়া-মহল্লায় আওয়ামী লীগের যে-সব নেতারা আছেন তাদের মাথা হেট হয়ে আছে। অথচ কিছুদিন আগেও তাদের দাপটে মানুষ কথা বলতে পারেনি।

সভায় এবি পার্টি ফেনী জেলার যুগ্ম-আহ্বায়ক আফলাতুল বাকী ফেনী, মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন আনসারি, নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক, ছাত্র বিষয়ক সম্পাদক ও ফেনী পৌর সদস্য সচিব রিজওয়ানুল খায়ের, সহ-দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, নারী সম্পাদক জাহানারা আক্তার মনি প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া বিএনপি, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জনতার অধিকার, ইমাম সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ফেনীর বিশিষ্টজনরা সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের গুরুত্ব ও সদ্ব্যবহারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সুপ্রদীপ চাকমা’র
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ঢাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ডাস্টবিন স্থাপন
'সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদযাপন
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
পোপ ফ্রান্সিস রোমের সান্তা মারিয়া মেজোরে গির্জায় সমাহিত 
সড়ক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা
পোপের শেষকৃত্যে জনতার ভিড়ে উইকিলিকস প্রতিষ্ঠাতা আসাঞ্জ
তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে
১০