তেজগাঁওয়ে বোবা রফিক হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৬:২১

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিক হত্যাকাণ্ডের মূল হোতা মো. সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। 

শুক্রবার রাতে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ এপ্রিল) বেলা আনুমানিক ১১টায় নিহত মো. জীবন ওরফে বোবা ওরফে রফিক তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। 
পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিক মারা যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় ২৫ এপ্রিল  একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

গ্রেফতারকৃত সাদ্দাম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, আটক ৮
সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা সিরাজুল কারাগারে
লিগ্যাল এইড-এ ৪ লাখ ৯৯ হাজার ৬৬৬ জনকে আইনি পরামর্শ সেবা
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
চার নতুন মুখ নিয়ে ওমানের দল ঘোষণা
১০