জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:০১
গত ৩০ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে মুকসুদপুরের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনার জিআই স্বীকৃতির সনদ হস্তান্তর করা হয়। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৮ মে, ২০২৫ (বাসস) : ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা।

আজ (বৃহস্পতিবার) গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বাসস’কে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় তাঁর হাতে এ স্বীকৃতির সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর এ আবেদন করেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা সারাদেশে পরিচিতি এনে দিয়েছে। দেশজুড়ে এর খ্যাতি রয়েছে ।  এটি আমাদের  অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এ স্বীকৃতি ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এতে ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে ও এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।’

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় শত বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরী হয়ে আসছে। এ গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত।

এসব গহনা একসময় পার্শ্ববর্তী দেশ ভারতেও রফতানি হয়েছে। বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ‘ব্রোঞ্জ মার্কেট’ নামে একটি বাজার। এ বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ছড়িয়ে পড়েন বিক্রেতারা।

গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না জেলার দ্বিতীয় পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করল। গত বছরের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ লাভ করে রসগোল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশের মিশনে দক্ষিণ আফ্রিকা
১০