জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:০১
গত ৩০ এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে মুকসুদপুরের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনার জিআই স্বীকৃতির সনদ হস্তান্তর করা হয়। ছবি : বাসস

গোপালগঞ্জ, ৮ মে, ২০২৫ (বাসস) : ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা।

আজ (বৃহস্পতিবার) গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বাসস’কে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ এপ্রিল (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস, ২০২৫’ এর আলোচনা সভায় তাঁর হাতে এ স্বীকৃতির সনদ হস্তান্তর করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ তৎকালীন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জিআই পণ্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় বরাবর এ আবেদন করেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, ‘জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা সারাদেশে পরিচিতি এনে দিয়েছে। দেশজুড়ে এর খ্যাতি রয়েছে ।  এটি আমাদের  অঞ্চলের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এ স্বীকৃতি ব্রোঞ্জের গহনা তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এতে ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে ও এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।’

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় শত বছর ধরে ব্রোঞ্জের গহনা তৈরী হয়ে আসছে। এ গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত।

এসব গহনা একসময় পার্শ্ববর্তী দেশ ভারতেও রফতানি হয়েছে। বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ‘ব্রোঞ্জ মার্কেট’ নামে একটি বাজার। এ বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ছড়িয়ে পড়েন বিক্রেতারা।

গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না জেলার দ্বিতীয় পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করল। গত বছরের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ লাভ করে রসগোল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান: বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না : মীর সরফত আলী সপু
নতুন প্রেরণা: বগুড়া শিবগঞ্জে ১১০টি ভোটকেন্দ্র কমিটিতে বিএনপির ১৭ হাজার সদস্য
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের
নীলফামারী জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত
১০