মুন্সিগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৪:২৫
প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস): মুন্সিগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সালিশে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বে তিন জনকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায়, ১০ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি বেপারি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারি, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন বাসস-কে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে ২০২১ সালের ২৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সালিশে ইমন ও সৌরভ নামে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ হয়। এতে সৌরভ গ্রুপের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) নামে দুই তরুণের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় অপর তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টু (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ মৃত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

২০২২ সালের ৮ জুন রাকিবুল হাসান সৌরভসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

২০২৪ সালের ২৫ আগস্ট মন্ত্রণালয়ের নির্দেশে মুন্সিগঞ্জ আদালত থেকে মামলাটি ঢাকার ট্রাইব্যুনাল নম্বর-৩ এ পাঠানো হয়।

একই বছরের ১৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলার বিচার চলাকালে ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু
অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশের মিশনে দক্ষিণ আফ্রিকা
১০