পাঁচ দিন পর রাঙ্গামাটি- চন্দ্রঘোনা-বান্দরবান নৌ রুটে ফেরি চলাচল শুরু

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৩:০১
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ মে, ২০২৫ (বাসস) : পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে রাঙ্গামাটি- চন্দ্রঘোনা-রাইখালী-বান্দরবান নৌ রুটে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ)নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, আজ ভোর ৬ টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি আরো বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিংয়ের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের জেলার দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করা হয়েছে। সংস্কার শেষে আজ রবিবার (১৮ মে) ভোর ৬ টা  থেকে এই নৌ রুট  ফেরি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ রাঙ্গামাটির উপ বিভাগীয়  প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকে যায়। ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে । 
চন্দ্রঘোনা ফেরি ঘাটের ফেরির কর্মচারী মো. আরমান এবং ফেরির চালক সিরাজ বাসসকে জানান, ড্রেজিং এর কাজ শেষ হওয়ার পর আজ রবিবার ভোর ৬ টা হতে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল করায় জনগণের  ভোগান্তি কমেছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০