রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের ১৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:১২
রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার। ফাইল ছবি

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা ১৩টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই  আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র অনুযায়ী জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট মো. ছিদ্দিকুর রহমান সরকার ও গাজী রেবেকা রওশনের নামীয় ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয় তাদের নামীয় অস্থাবর সম্পদ সমূহ হতে টাকা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা গেছে। তারা অর্থ বিদেশে পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। উক্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধকরণ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনও আপস নয়: নজরুল ইসলাম খান
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল
গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত
চট্টগ্রামে ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার
ব্ল্যাক উইডো থেকে ব্লকবাস্টার রানী: স্কারলেট জোহানসনের পাঁচ রূপ
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে প্রো-ইইউ ওয়ারশ মেয়র, তবে কঠিন লড়াই সামনে
রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে আলোচনা ব্যর্থ হবে : ইরান
জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা হবে: ফারুকী 
১০