ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ২১ মে আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ হইতে ২১ মে ২০২৫ তারিখে অপসারণ করিয়াছেন।