ভোলা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): ভোলার অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় আজ সোমবার সকাল থেকে জেলায় ফের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৈরী আবহাওয়া ও মৌসুমী বায়ুর প্রভাবের কারণে গত ১৭ আগস্ট থেকে লঞ্চ চলাচল টানা ৮ দিন বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ ভোলা অঞ্চলের বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, সাগর উপকূলীয় এসব এলাকার নদ-নদী উত্তাল থাকায় দ্বীপ জেলার অভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।
ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় এখন আবহাওয়া স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ভোলার আঞ্চলিক ব্যবস্থাপক কাউসার আহমেদ জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।