এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:১৬

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : আগামী জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এই গেমসে ভারতের অংশ না নেবার সম্ভাবনাই বেশী। নারী হ্যান্ডবলে অন্যতম ফেবারিট ভারত না থাকায় বাংলাদেশের জন্য স্বর্ণ জয়ের সুযোগ বেড়ে যাবে। আর সেই সুযোগ কাজে লাগাতে চান রুবিনা ইসলাম। 

এবারের জাতীয় নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ পুলিশ। কিন্তু প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পুলিশের রুবিনা ইসলাম। হ্যান্ডবল খেলে পরিবারের অস্বচ্ছলতা ঘুচিয়েছেন। হ্যান্ডবল খেলেই পেয়েছেন পুলিশের চাকরি। 

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার ফাইনালে  আনসার ৩৫-২৯ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। ফাইনালের প্রথমার্ধে একটু হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময় যতো গড়িয়েছে আনসারের অভিজ্ঞতার কাছে হার মেনেছে পুলিশ। বিশেষ করে শেষ দিকে পুলিশের খেলোয়াড়দের স্ট্যামিনা একেবারেই কমে যেতে দেখা গেছে। চ্যাম্পিয়ন দলকে ছাপিয়ে এই প্রতিযোগিতার সব আলো কেড়ে নেন রুবিনা। ফাইনালে করেছেন সর্বোচ্চ ১৫টি গোল। হয়েছেন সেরা খেলোয়াড়। 

রুবিনার হ্যান্ডবলে হাতেখড়ি নিজ জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়। যেখানে বেশিরভাগ মেয়েরাই হ্যান্ডবল খেলে। সিনিয়রদের হ্যান্ডবল খেলতে দেখেই রুবিনা এসেছেন এই খেলায়। 

২০০৯ সাল থেকে হ্যান্ডবল খেলা শুরু করলেও জাতীয় দলে সুযোগ পান ২০১৪ সালে। আর হ্যান্ডবল খেলার সুবাদেই পেয়েছেন পুলিশের মতো সরকারি চাকরি। ফাইনাল শেষে রুবিনা বলেন, “হ্যান্ডবল খেলার মাধ্যমেই আমার পুলিশের চাকরি হয়েছে।”

রুবিনারা ৫ বোন। ভাই নেই। দুই বোন হ্যান্ডবল খেলেন। পরিবারের সমর্থনেই এত দূর এসেছেন বলে জানালেন।

জাতীয় প্রতিযোগিতা শেষ। এবার রুবিনার চোখ জাতীয় দলে, “আমি আশা করি আমার পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে সুযোগ পাবো।”

জাতীয় চ্যাম্পিয়নশীপ থেকে ইতোমধ্যে এসএ গেমসের ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। আগামী সপ্তাহ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবার কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছিল রৌপ্য পদক। সেটাই এখন পর্যন্ত নারী দলের সর্বোচ্চ অর্জন। সেবার ফাইনালে বাংলাদেশ হারে ভারতের কাছে। আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এসএ গেমসে ভারতের অনুপস্থিতির সুযোগটাকে কাজে লাগাতে চান তিনি, “যেহেতু ভারত খেলবে না এবার আমাদের সামনে সোনা জেতার ভালো সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।” 

শুধু এসএ গেমসে নয় একদিন বিশ্বকাপেও বাংলাদেশকে দেখতে চান রুবিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০