ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৪১
ডা. জাহাঙ্গীর কবির। ফাইল ছবি

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি ব্লক বা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ আল রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।

এর আগে ফেসবুক পেজ পুনরুদ্ধার ও ভুয়া পেজ বন্ধের আর্জি জানিয়ে গত ১২ মে বিসিআরসির চেয়্যারম্যান বরাবর আবেদন করেন ডা. জাহাঙ্গীর কবির। আবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সচেতনতা ও ঔষধমুক্ত জীবনযাপন নিয়ে কাজ করে আসছেন। তার পরিচালিত ভেরিফায়েড ফেসবুক পেজ ÔDr. Jahangir Kabir" (wjsK: facebook.com/Drjahangirkabircmc) যেখানে ৩.৬ মিলিয়নের বেশি মানুষ যুক্ত ছিলেন। তা গত ২৪ এপ্রিল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার প্রেক্ষিতে গত ২৬ এপ্রিল রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এদিকে একই নামে বহু ভুয়া পেজ ও বিজ্ঞাপন চালু রয়েছে। এসব দিয়ে তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। এসব প্রতারকদের কারণে তার সুনাম ক্ষুণ্ন এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে।

এরপর ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা, ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষ (ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) বরাবরে গত ২০ মে আইনি নোটিশ পাঠান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির।

পরে নোটিশের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৫ মে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে আইনজীবী মো. তারিকুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

বিষয়টি গতকাল রুল জারি করে আদেশ দেন উচ্চ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০