চামড়া পাচাররোধে সীমান্তবর্তী এলাকাসমূহে সর্তকতা গ্রহণ

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৭:৩৫

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া পাচাররোধে সীমান্তবর্তী এলাকাসমূহে সর্তকতা গ্রহণ করা হয়েছে। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

এতে বলা হয়, প্রত্যেক জেলা প্রশাসক এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসার তত্ত্বাবধায়কদের নিয়ে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

ঈদের দিন দুপুর থেকে সকল মাদ্রাসা, মসজিদ, এতিমখানাসহ বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম তদারকির জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসনের একটি টিম নিয়োগ করা হবে। 

দেশের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসায় ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। 

এদিকে, কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত আগামী তিন মাসের জন্য শিথিল করা হয়েছে। 

কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে নিষ্ঠুরতা পরিহারে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মসজিদের জামাত ও জুম্মা নামাজের খুতবায় সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণে বিষয়ে প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ইমামদের নির্দেশনা দিয়েছে। ঈদের পরে ১৫ দিন পর্যন্ত কাঁচা চামড়া সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করতে বাণিজ্য মন্ত্র্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করছে।

এছাড়া, কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এ সংক্রান্ত যে কোনো সমস্যা, অভিযোগ ও পরামর্শের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

কন্ট্রোল রুমের হটলাইন নম্বর (০১৬১৭৩৩৮০৬৭) ঈদের দিন সকাল ১১ টা থেকে পরবর্তী তিন দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০