সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৯:৩২

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির  উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে এ মামলাগুলো দায়ের করেন। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রথম মামলায় নূর মোহাম্মদের বিরুদ্ধে এক কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় নূর মোহাম্মদ এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে একযোগে অপরাধ সংঘটনের মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২১টি ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মামলাগুলোতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মামলায় দণ্ডবিধির ১০৯ ধারাও যুক্ত করা হয়েছে।

দুদক জানায়, অভিযুক্ত নূর মোহাম্মদ ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাষ্ট্রদূত, সচিব ও সংসদ সদস্য পদে দায়িত্বে ছিলেন। এই সময়েই তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে ও ঘুষ গ্রহণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন বলে অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানিয়েছে, তদন্তকালে আসামিদের আরও সম্পদের খোঁজ পাওয়া গেলে এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০