এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৯:৫০

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : জনতা ব্যাংক থেকে প্রায় ৮৫ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস বাদলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপ-সহকারী পরিচালক মো. এ.এম. তাহের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্য আসামিরা হলেন-এফ.কে. নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আজমুল হক, সাবেক এজিএম মো. অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের ‘সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট’ গোপন রেখে এফ.কে.নিট টেক্স লিমিটেডকে পৃথক প্রতিষ্ঠানের ছদ্মবেশে গ্রুপভুক্ত এননটেক্সের অংশ হিসেবে ঋণ সুবিধা পাইয়ে দেন। ভুয়া জমির মূল্যায়ন দেখিয়ে প্রতিষ্ঠানটিকে ৮৫ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়, যা আত্মসাৎ করা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২৫ সালের ২৪ মে পর্যন্ত এ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০