পশুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বসানো হয়েছে সিসি ক্যামেরা

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২২:২৫
ছবি: বাসস

মহসিন বেপারী/বাদল নূর 

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

নিরাপত্তায় প্রতিটি হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোলরুম। এছাড়াও ওয়াচ টাওয়ারের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ। নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা নেয়া যাবে। প্রধান সড়কে কোনো হাট বসবে না। 

জানাগেছে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বসেছে ১৯টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, প্রত্যেকটি হাটে পুলিশের কন্ট্রোল রুম এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জাল টাকা শনাক্তে পুলিশ কন্ট্রোল রুমে ইলেকট্রিক মেশিনের ব্যবস্থা থাকবে। এছাড়াও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে পুলিশের পক্ষ থেকে থাকবে কঠোর ব্যবস্থা।

তিনি বলেন, পশুরহাট ও পশুবাহী যানবাহনে কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। এব্যাপারে গোয়েন্দা নজরদারী থাকবে। এছাড়াও গুরুত্বপূর্ণ হাট, জনসমাগম এবং লেনদেন বিবেচনায় প্রায় প্রতিটি হাট ও এর আশপাশে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকামুখী পশু পরিবহণে চাঁদাবাজী রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে। সড়কপথে নিরাপত্তা বিধানে র‌্যাবের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছর অনলাইনে প্রচুর কোরবানীর পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারী করছে। 
এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে আগত মহিলাদের উত্যক্ত করা বা হয়রানিরোধে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তিনি বলেন, কোরবানীরহাটে পশু ক্রয়-বিক্রয়ে প্রচুর আর্থিক লেনদেন হয়। এক্ষেত্রে অসাধুচক্রের মাধ্যমে জাল টাকার ছড়াছড়ির আশংকা থাকে। জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। 

তিনি আরও বলেন, পশুর হাটগুলোর হাসিল ঘরে সিটি কর্পোরেশন/স্থানীয় সরকার নির্ধারিত হাসিল তালিকা আকারে প্রদর্শিত থাকতে হবে। নির্ধারিত হারের বেশি হাসিল নেয়া প্রতিরোধে র‌্যাবের নজরদারি থাকবে। 

এছাড়াও এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোসহ পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি ঠেকাতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০