চাঁদপুরের কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না : নৌ পুলিশ সুপার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২৩:৫৩
ছবি: বাসস

চাঁদপুর, ৩ জুন, ২০২৫ (বাসস) : নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেছেন, ঈদুল আযহা উপলক্ষ্যে যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। যাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আজ মঙ্গলবার চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানা ওসির কার্যালয়ে ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চঘাট ও আশপাশের নদীপথে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিআইডব্লিউটিএ প্রতিনিধি, লঞ্চ মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, সিএনজি ও অটোরিকশা মালিক সমিতি এবং হকার সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ ও নৌ থানার ওসি এএসএম ইকবালও সভায় উপস্থিত ছিলেন।  

এতে লঞ্চ মালিক ও পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য শোনেন এবং ঈদযাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করতে নিম্নোক্ত নির্দেশনাসমূহ দেন। 

নির্দেশনাগুলো হচ্ছে- লঞ্চ স্টাফগণ পন্টুনে না এসে লঞ্চ থেকেই যাত্রী ডাকবেন। পন্টুন এলাকাসমূহ হকারমুক্ত রাখতে হবে। পন্টুনে সিএনজি, অটোরিকশা বা অন্যান্য যানবাহনের ড্রাইভার প্রবেশ নিষিদ্ধ। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। সিএনজি চালিত অটোরিকশাগুলো সারিবদ্ধভাবে পার্কিং এরিয়ায় অবস্থান করবে। যাত্রী প্রবেশ পথে কোনো ড্রাইভার অবস্থান করতে পারবে না। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। ট্রাফিক জ্যাম সৃষ্টি করে জনদুর্ভোগ করা যাবে না। যাত্রী তুলতে কেউ পার্কিং এলাকা থেকে বাইরে আসবে না।  যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়-যাত্রাপথে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, মনিটরিং ও নজরদারির পাশাপাশি প্রতিটি ইউনিট থেকে একটি করে মোবাইল টিম মোতায়েন থাকবে। সকলের সহযোগিতায় নৌ পুলিশ একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত ঈদযাত্রা উপহার দিতে দৃঢ় প্রতিশ্রুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০