আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০০:২৫

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উদ্যোগে আদালতে সাক্ষী হাজিরকরণ ও বিচারিক রেজিস্টার মেইনটেনেন্স বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিজ্ঞ মহানগর দায়রা জজের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব)। 

সভায় বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারকগণ, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন (গালিব) বলেন, আদালতে সাক্ষী হাজিরকরণে ডিজিটাল সাক্ষী জোরদার করতে হবে। সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সকল প্রতিবন্ধকতা দূর করে সাক্ষী হাজিরকরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এই সভা পুলিশ ও বিচার বিভাগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। তিনি সাক্ষী হাজিরকরণ এবং বিচারিক রেজিস্টার যথাযথভাবে মেইনটেনেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও দক্ষ ও তরান্বিত করার ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, বিচারিক প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে সাক্ষী হাজিরকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিচারিক কাজের ডিজিটালাইজেশন এবং দৈনন্দিন বিচারিক রেজিস্টার মেইনটেনেন্সকে আরও যুগোপযোগী ও সহজ করার ওপর জোর দেন তিনি।

প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিভিন্ন আদালতের পাবলিক প্রসিকিউটরগণ, অতিরিক্ত ও সহকারী প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০