গাজীপুরের দুই প্রধান মহাসড়কে যানজটমুক্ত ঈদযাত্রা

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:১৮
গাজীপুরের দুই প্রধান মহাসড়কে যানজটমুক্ত ঈদযাত্রা। ছবি : বাসস

গাজীপুর, ৪ জুন, ২০২৫ (বাসস) : প্রিয়জনদের  সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ বুধবার ৪০ শতাংশ কলকারখানায় ঈদের ছুটি  হয়েছে। সকাল থেকেই গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কালিয়াকৈর চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে এ দুইটি মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। ফলে ঈদযাত্রায় যানজটমুক্ত মহাসড়কে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, গাজীপুরের প্রধান দুই মহাসড়কে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলার মোট ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানার মধ্যে আজ ৪০ শতাংশ কারখানা ছুটি হওয়ায় যাত্রীদের চাপ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ।

পরিবহনমালিক ও কারখানা সূত্রে জানা গেছে, তিন ধাপে পোশাক কারখানায় ছুটি দেওয়া হচ্ছে । মঙ্গলবার ছুটি পেয়েছে ১০ শতাংশ কারখানা, আজ বুধবার ছুটি হয়েছে ৪০ শতাংশ এবং আগামীকাল বৃহস্পতিবার বাকি ৫০ শতাংশ কারখানায় ছুটি দেয়া হবে। এর ফলে আজ বিকেল থেকেই সড়কে যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের ভিড় আগের তুলনায় বেড়েছে। অনেকেই হাতে ব্যাগ বা মাথায় বস্তা নিয়ে অপেক্ষায় আছেন পছন্দের যানবাহনের জন্য। পরিবহনগুলোতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হলেও যাত্রীরা দর-কষাকষি করে বাড়ির পথে রওনা হচ্ছেন । শ্যামলী পরিবহনের চালক রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ বেড়েছে। দুপুরের পর চাপ আরও বাড়তে পারে।

ময়মনসিংহগামী যাত্রী আল-আমীন বলেন, এবারের ঈদে ১০ দিনের ছুটি পেয়েছি। সকাল সকাল রওনা হয়েছি। রাস্তায় কোন যানজট নেই। আশা করি শান্তিপূর্ণভাবে বাড়ি পৌঁছাতে পারব।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বাসসকে বলেন, যানজট যেন না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সকাল থেকে কিছুটা চাপ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০