ঈদে টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে কাল

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:৫৭ আপডেট: : ০৪ জুন ২০২৫, ১৮:১৫
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার ৫ জুন থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী ১৪ জুন। 

এই পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। 

ছুটি শেষে আগামী ১৫ জুন আবারও চালু হবে এসব অফিস। টানা ১০ দিন এই ছুটির আগে আজ বুধবার ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

আগামী ৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ উপলক্ষে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

পরে এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তারপর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি। 

অর্থাৎ, সব মিলিয়ে এবার ৫ থেকে ১৪ জুন, টানা দশ দিনের ছুটিতে যাচ্ছেন চাকরিজীবীরা।

গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ মে প্রজ্ঞাপন জারি করে ১১ ও ১২ জুনের ছুটি নিশ্চিত করে জানায়, আগেই নির্ধারিত ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০