পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: ছাত্রশিবির সেক্রেটারি

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৯:১৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। 

তিনি বলেন, নদীভাঙন, আকস্মিক বন্যা ও কৃষিতে বিপর্যয় আমাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বড় পরিসরে বনায়ন কর্মসূচি গ্রহণ করা জরুরি।

ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর মিছবাহুল উলুম কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল আরও বলেন, বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, ঝড়-জলোচ্ছ্বাসের প্রকোপ বেড়েছে, অনাবৃষ্টি ও খরার মতো জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও বসতবাড়ি রাস্তার পাশের খালি জায়গায় পরিকল্পিত বৃক্ষরোপণ করা দরকার।

তিনি বলেন, জাতিসংঘের পরিবেশ বিজ্ঞানের মতে, একটি দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ১৪ শতাংশ আর বেসরকারি হিসাবে তা মাত্র ১০ শতাংশে নেমে এসেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক ভিত্তিক বনায়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, বিজ্ঞান সম্পাদক ডা. ওসামা রাইয়ান, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেন ও সেক্রেটারি আসিফ আব্দুল্লাহসহ অন্যান্য নেতারা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০