সন্ধ্যার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: সিলেট সিটি কর্পোরেশন

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:০১
ফাইল ছবি

সিলেট, ৫ জুন, ২০২৫ (বাসস): নগরীতে সন্ধ্যার আগেই সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন একথা জানান। 

তিনি বলেন, কোন ধরনের বিপর্যয় বা অতি বৃষ্টি না হলে, সন্ধ্যার আরো আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণের জন্য ৫৫টি ট্রাক ভাড়া করা হয়েছে এবং নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের কিছু বিশেষায়িত গাড়িসহ নিজস্ব যানবাহনও এ কাজে ব্যবহার করা হবে। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করার লক্ষ্যে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী, দা-কোদাল ধরনের যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখা হয়েছে বলে তিনি জানান।

নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পাড়ায় পাড়ায় মাইকিং করা হচ্ছে। আগামীকাল জুমার নামাজেও মুসল্লিদেরকে সচেতন করার জন্যে ইমাম সাহেবেরা বক্তব্য রাখবেন। এ ছাড়া সচেতনতামুলক প্রায় ৫০ হাজার লিফলেটও বিতরণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এটি চারদিন সার্বক্ষণিক খোলা থাকবে।

সিলেট কর্পোরেশনের পক্ষ থেকে পশুর বর্জ্য নালা বা ছড়ায় (খাল) না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০