সন্ধ্যার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: সিলেট সিটি কর্পোরেশন

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:০১
ফাইল ছবি

সিলেট, ৫ জুন, ২০২৫ (বাসস): নগরীতে সন্ধ্যার আগেই সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন একথা জানান। 

তিনি বলেন, কোন ধরনের বিপর্যয় বা অতি বৃষ্টি না হলে, সন্ধ্যার আরো আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণের জন্য ৫৫টি ট্রাক ভাড়া করা হয়েছে এবং নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের কিছু বিশেষায়িত গাড়িসহ নিজস্ব যানবাহনও এ কাজে ব্যবহার করা হবে। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করার লক্ষ্যে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী, দা-কোদাল ধরনের যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখা হয়েছে বলে তিনি জানান।

নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পাড়ায় পাড়ায় মাইকিং করা হচ্ছে। আগামীকাল জুমার নামাজেও মুসল্লিদেরকে সচেতন করার জন্যে ইমাম সাহেবেরা বক্তব্য রাখবেন। এ ছাড়া সচেতনতামুলক প্রায় ৫০ হাজার লিফলেটও বিতরণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এটি চারদিন সার্বক্ষণিক খোলা থাকবে।

সিলেট কর্পোরেশনের পক্ষ থেকে পশুর বর্জ্য নালা বা ছড়ায় (খাল) না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
১০