সন্ধ্যার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: সিলেট সিটি কর্পোরেশন

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:০১
ফাইল ছবি

সিলেট, ৫ জুন, ২০২৫ (বাসস): নগরীতে সন্ধ্যার আগেই সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন একথা জানান। 

তিনি বলেন, কোন ধরনের বিপর্যয় বা অতি বৃষ্টি না হলে, সন্ধ্যার আরো আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণের জন্য ৫৫টি ট্রাক ভাড়া করা হয়েছে এবং নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের কিছু বিশেষায়িত গাড়িসহ নিজস্ব যানবাহনও এ কাজে ব্যবহার করা হবে। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করার লক্ষ্যে ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী, দা-কোদাল ধরনের যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ মজুদ রাখা হয়েছে বলে তিনি জানান।

নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পাড়ায় পাড়ায় মাইকিং করা হচ্ছে। আগামীকাল জুমার নামাজেও মুসল্লিদেরকে সচেতন করার জন্যে ইমাম সাহেবেরা বক্তব্য রাখবেন। এ ছাড়া সচেতনতামুলক প্রায় ৫০ হাজার লিফলেটও বিতরণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এটি চারদিন সার্বক্ষণিক খোলা থাকবে।

সিলেট কর্পোরেশনের পক্ষ থেকে পশুর বর্জ্য নালা বা ছড়ায় (খাল) না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
১০