পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ২১:২৯
পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণ। ছবি: আইএসপিআর

বরগুনা, ৫ জুন, ২০২৫ (বাসস): জেলার পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় আজ সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে। 

এতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধসহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

এতে এলাকার জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর তত্ত্বাবধানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়।

সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে ওঠার পাশাপাশি  ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়। 

বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
১০